ব্যাস্ততা চারিপাশে।
ব্যাস্ততা মস্তিষ্কে, ব্যাস্ততা রক্তে।
ব্যাস্ততা গর্ভের ভ্রুনে।
ব্যাস্ততা তোমার অব্যাক্ত কথায়।
ব্যাস্ততা খুনসুটিতে।
ব্যাস্ততা কালেভদ্রে ফুরসত দেয়।
ব্যাস্ততা যৌনতার শহরে।
ব্যাস্ততা কাঁচা মাংসের স্বাদে।
ব্যাস্ততা পৃথিবীর সব সৌন্দর্যে।
ব্যাস্ততা তোমার চোখে ঠোঁটে।
ব্যাস্ততা বুকের মধ্যে মুখে।

ব্যাস্ততায় কত কথা হবে!
ব্যাস্ততায় বেঁচে থাকলে।