সোনালী রোদের দীর্ঘতম ছায়াদের কোন বাধাই,
আলোদের অন্ধকার হওয়া আটকায় না।
আমার প্রতিবিম্ব দীর্ঘ হয়ে মিশে যাওয়ার আগে,
ভুলবুঝে করে তোমাকে ছোঁয়ার বাহানা।
আশকারা পেয়ে মাথায় উঠেছিল প্রেম-কাম-ক্রোধ,
লাল গোলাপী ঠোঁট বা ঠোঁটের মালিক।
শরতের শুভ্র সাদা তোমার বুকের স্বপ্নে ধূলো জমে,
হয়েছো একমুঠো নির্জনতার অধিক।
তোমার চোখ দেখে দেখে যে কবির হয়েছে ভাব,
সে চোখই হয়েছে তার কবিতার বই।
চোখ বুজে বা চোখ খুলে তোমাকে দেখার দাবীতে,
এবার কাছে আসলে, হাতটি ধরবই।
শরীর না শুনে মনের কথা, পা চলে সময়ের জোরে,
তোমার আবাস হৃদপিণ্ড চালায় ঈশ্বর।
পাশাপাশি হেঁটে চলার রেললাইনটাও কথা রাখেনি,
পেরেক ঠুকে করেছে বিদীর্ণ পাথর।
তোমাকে বলবো বলে অনেক কথার ঝাঁপিই খুলেছি,
যে রাতে উৎসবের ভিড়ে সব হারায়।
সে রাত শেষে ভোর ফেরেনি এই শহরের কোথাও,
আসার আগেই বলেছে সেঃ "বিদায়"।