আমার শবের মিছিলের নিঃসঙ্গ নৌকা,
নোনা জলের স্রোতস্বিনী ধারায় ভাসুক।
একদা আমার ঘুম কেড়ে নেয়া স্বপ্নগুলো,
দেখেছিল কোনো এক সুচিত্রা সেনের মুখ।
সেই যে তোমাকে চেনার গল্প গুলো শুরু,
মাঝে কেটেছে শত শত দিনের হাহাকার।
পৌষের দিনশেষেও যখন ফিরে না গাড়ি,
সেই হাসি, সেই চোখ খুঁজে পাইনি আর।
দুনিয়া উলট-পালট করে দেয়ার জন্য,
মখমলের মত তুলতুলে একটা হাত চাই।
তোমার চোখের ইশারায় পথ আগলে রেখে,
দিগন্তের ওপাড়ের স্বপ্ন ছুঁতে প্রেরণা সাজাই।