যে আলোতে মায়া বাড়াবে বলে
রেখেছো আমায় অন্ধকারে ।
নীরবতা কেনো তবে কথার মুখে ,
ঘাপটি মেরে বসে চুপটি করে!
তোমার বিরহে কাঁপেনি ঠোঁট ,
জমেনি চোখের নিচে জলরাশি।
হৃদয়ে রক্ত জমে হয়েছিল পাথর,
যখন বলেছিলে আজ তবে আসি।
আলো ফুটলে যে রাত শেষ হতো,
সে আলো ফিরেনি আমার ঘরে।
যদি দেখা না হয় আর এই গ্রহে,
খুঁজে নিও অন্য কোন গ্রহান্তরে।