সব আলো দেখার ক্ষমতা নেই চোখের,
তাই আলো দেখি না দু'চোখে।
স্বপ্ন দেখা ছেড়ে দিলে নিদ্রাহীন হৃদয়ের
কালক্ষেপণ ছাড়া কি-ইবা করার থাকে?
আয়োজন করে ঘর ভাঙে যাযাবর,
জীবন গাড়ির রঙ বদলে সাজে স্বপ্নেরা।
তোমার চাহনির আড়ালে খেলে ভবিষ্যৎ,
ভালোবাসা দেয় দল বদলের মহড়া।
আমার ঘরের আশ্রয় ছেড়ে পৌষের বাতাস,
ফিরে তোমার চুলের ঘ্রাণ নিয়ে।
মউতের খবর ভুলে সুখের পিছনে ছুটে,
উৎসবমুখর দিন-রাত্রি মাতিয়ে।
অসময়ের সময়গুলো কাটবে না,
সেই শোকে ছেড়েছি সুখ।
তুমি কাছে না-থাকার আঘাত,
হৃদয় সযতনে পুষে রাখুক।
সময়টা ফুরসত পায়নি দিন গুছানোর,
প্রেম ছাড়েনি অন্যঘরের ভিটেমাটি।
শুধু আমিই পারিনি ফেরাতে তোমায়,
ফিরিয়ে দিতে উত্তম সময়ের খুনসুটি।