একদা তোমার সঙ্গে থাকা মুহূর্তগুলো,
খুব জ্বালাতন করে, তাই হয়েছি মনভুলো।
দূষিত বায়ুর-অরণ্যে তোমাকে পেয়ে,
যতটা শ্বাস নিতে পারতাম রয়ে সয়ে।
অন্য শহরের মায়ায় তাও গিয়েছো ছেড়ে,
আকাশটা শূন্য করে বিদায়ী হাতটি নেড়ে।
হেমন্তে দেখা হবে ভেবে তোমার সাথে,
জানালা খোলাই ছিল অগ্রাহায়নের রাতে।
অমন মুখখানা দেখিনা কত সহস্র দিবস,
এই ভেবে ভেবে বাড়িয়েছি মনের বয়স।
বয়সহীন সময়ে কালে কালে গিয়েছে বেলা,
ক্ষয়িষ্ণু মনের সাথে দেহও দিয়েছে পাল্লা।
জীবনের গল্প ঝরে পড়ার আগে হৃদয়ে আর,
জাগেনি প্রেম, হয়নি কথা ভালোবাসার।
ফেরার গাড়ি ফিরবে না বলে যাত্রাই করেনি,
তোমার কথা শুনিনা বলে কারো কথাই শুনিনি।
সব স্বপ্নই মরে যায় আয়োজন ফুরালে,
আবেগের বর্ষা নামে হৃদয়ের দুয়ার খুলে।