গীতি কবিতা(১৩৯)
গুড়-চিনি ফেলে সবে, নুনকেই কিনি।।
-মনজুর আলম
------------
চিনিকে চিনি, নুন ক'জন চিনি?
চিনির চেয়ে বেশি দামে গুড় কেনো কিনি?
এক কাতারে আসেন সবে, নুনের গুণ জানি।
গুড়-চিনি ফেলে সবে নুনকেই কিনি।।
পচনশীল সকল দ্রব্যের রক্ষাকবচ নুন
মিষ্টতা জাগাতে নুনের বড় গুণ
নুনে পোকা ধরে না, কয়জনেই জানি?
গুড়-চিনি ফেলে সবে নুনকেই চিনি।।
ভাসাভাসা ভালবাসা পোকা ভরা জানি।।
নুনের মতো ভালবাসতে কয়জনেই বা জানি??
এক কাতারে আসেন সবে, নুনের গুণ জানি।
গুড়-চিনি ফেলে সবে নুনকেই কিনি।।
-----------
জন্মঃ ০২/১২/২০২২ খ্রিঃ।