একই পৃথিবী'র পরে
-মনজুর আলম
---------
একই পৃথিবী'র পরে
কত ফুল ফোটে-ঝরে
একের পর এক করে
তারপর রাখে গোরে।
সূর্যকে কেন্দ্র করে
গ্রহ-তারা বছর জুড়ে
বছর ফি বছর ধরে
পৃথিবী ও মানুষ ঘোরে।
পৃথিবী আপেল গোল
বাজারে আলু-পটল
মানুষ অভ্যাসের দাস
পাকাতে পটু গন্ডগোল।
মানুষের মনে অনেক শখ
আহ্লাদ পূরণের আগেই
যমে এসে একদিন বলে,
সাথে চল্! সোজা উপরে।
একই পৃথিবী'র পরে
কত ফুল ফোটে-ঝরে
একের পর এক করে
তারপর রাখে গোরে।
----------
জন্মঃ ০৮/০৯/২০২২ খ্রিঃ।