গীতি কবিতা (১৩৭)
ছাউনিতে কি যায় রে বোঝা?
-মনজুর আলম
---------
ছাউনিতে কি যায় রে বোঝা?
কে আছে ভালো-মন্দ?
অন্দর পোড়া ধূপের গন্ধ
তাতে নেই কোনো সন্দহ্?
আঁড়া নিয়া থাকিলেও খাড়া
বোঝা যায় না ভালো-মন্দ?
শানশওকত শোভা মূল্যহীন
কেনো করো তোমরা দ্বন্দ্ব??
ভূপাতিত হইলে আঁড়া
শানশওকত সর্বহারা
সদকায় জারিয়া ছাড়া
সকল আমল-ই বন্ধ।।
ছাউনিতে কি যায় রে বোঝা?
কে আছে ভালো-মন্দ?
অন্দর পোড়া ধূপের গন্ধ
তাতে নেই কোনো সন্দহ্??
---------
জন্মঃ ১৬/১১/২০২২ খ্রিঃ।