চাওয়ালারও পূর্ণ ষোলকলা
-মনজুর আলম
-------
কেটলিতে টগবগে জল
ফুটছে তো অনর্গল;
চা বিক্রেতার জীবন যাপন
ছিল কি যে বেহাল?
সারাদিন বিক্রি করে চা
চায়ের কেটলিতে রাত্রি বেলা
বসায় আলু সিদ্ধ ভাত-ভর্তা
সাথে শুকনো লংকা চটকা।
প্লেট নাই কলার পাতা
আকাল যেন জীর্ণ দশা!!
খা-খা ভাত জলদি খা
ঘুমাতে যাবি রাত মেলা!!
উঠতে হবে প্রভাত বেলা
কেটলি ধোয়া ঘষা মাজা,
ঘুঁটে ঘুঁটিয়ায় উনুন জ্বালা
প্রত্যুষে দোকান খোলা।।
হরেক মানুষ আসা-যাওয়া
চায়ের নেশা, পান খাওয়া
ভীষণ চাপ সকাল-সন্ধ্যা
দোকান বন্ধ রাত্রি বেলা।
সারাদিন চামিচুমি, মুড়ি-চা
ভাত খাওয়া আধ-পেটা
২৪ ঘন্টায় এক বেলা!
সে কি দিন যায় ভোলা?
দিন তামান বদলে গেছে
আজ ঘুুঁটে ঘুঁষে নাই,
এসেছে গ্যাসের চুলা।
ছেলে প্রফেসর, মেয়ে ডাক্তার
মেয়ে পাইলট, ছেলে ব্যারিস্টার
কিসে কম! প্রতিষ্ঠিত তাঁরা?
কানায় কানায় ভরা গোলা
চা ওয়ালারও পূর্ণ ষোলকলা।
-----
জন্মঃ ১৮/০৯/২০২২খ্রিঃ।