আমার যাবতীয় ‘ভালমানুষী’র বিস্তারিত বিবরন
সম্বলিত আবেদনখানা
অবহেলায় পড়ে আছে।

আমার সকল ‘দায়িত্য -কর্তব্য’ বোধের
বিষদ বিবরন
অযাচা্ইকৃত রয়ে গেছে।

আমার ‘নির্লোভ-নির্মেোহ’ জীবনাচারের
পুরো আখ্যান
অবিবেচনাযোগ্য রয়ে গেছে।

আমার ‘পরস্বার্থে’ সকল কর্মের
নিখুঁত বয়ান
আমলে নেওয়া হয়নি।

আমার ‘নিরিহ-অভিযোগহীন-গোবেচারা’ মুখাবয়বের
সরল অভিব্যক্তি
মন ভরাতে পারেনি।

একটি ‘সামান্য‘ চারিত্রিক সনদ পাবো ভেবে
ধর্না দিতে দিতে
আমি ক্লান্ত এ দরবারে
বারে বারে।