প্রেমহীন এক কঠিন বাস্তবতার জীবন।
ভাবছো, একগোছা রজনীগন্ধা নিয়ে
আমি এসে কড়া নারবো অফিস শেষে,
কিংবা বেলী ফুলের একটা মালা হাতে
নয়েতা গোলাপ তোমার খোপা সাজাতে।
ভিতের সিটকিনি টানার একটু দেরির ঝরে
তোমার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে।
আমার আগুনঝরা চোখের কঠিন তাপে
তোমার অন্তরাত্মা শুধুই ভয়ে কাঁপে।
জাল বুনো, কোন এক মায়াবী বিকেলে
আমি হঠাৎ এসে গিয়ে সব কাজ ফেলে,
অজানা কোথায় হাড়িয়ে যাব ভীড়ের মাঝে
আড়চোখে শুধু দেখবো তোমায় স্নিগ্ধ সাজে।
হায়-হুতাশ আর নাভিশ্বাসের ফিরিস্তি শুনে
তোমার গোলাপী বিকেলে সহসাই সন্ধ্যা নামে।
ভাবনাগুলো চাঁপা দিয়ে বাস্তবতা মানতে হবে?
স্বপ্নগুলো সত্যি হবে,এমন দিন আসবে কবে?
শুধুই ভাবো, তখন কেমন ছিলাম,এখন?
(২০১৬)