'প্রিয়তমেষু' দিয়ে শুরু, পরে ভালবাসার অনেক কথা,
কিছু মেকি অভিমান আর অহেতুক অনেক প্রগলভতা।
অনেক অনুযোগ, সাথে ছেলেমানুষী, ক্ষানিক আহলাদ,
শুধুই স্বপ্ন আর সুখ, দুঃখ আর কষ্টগুেলা পুরো বাদ।
কিছু দুষ্টামি, একটু অভিনয়, আবার ভাবগাম্ভীর্যতা,
মন খারাপ, খুবই মন খারাপ, অদেখার দুঃখ ব্যাথা।
'ইতি' লিখে দে'য়ার পর 'পুনশ্চ' দিয়ে আরো একটু রগড়,
সাথে মান ভাঙ্গানোর ইশারা দিয়ে অভিমানের ঝড়।
নীল খামে এমন একটা প্রেমপত্র আমি চাই না,
একটা নিয়োগপেত্রর দেখা কতকাল যে পাই না।
হায় পৃথিবী! তোমাকে যেভাবে চাই,
তুমি তার সামান্যভাবে নাই।