শূন্য হাতে এসেছিল মানুষ
শূন্য হাতেই চলে যাবে,
অথচ তারা ভেবে নিয়েছিল
কতকিছুই তার সঙ্গী হবে!
সবই ছিল তাদের ভুল
দিনশেষে শূন্য হাতেই ফিরতে হলো,
দুনিয়ার অহংকার দাম্ভিকতা আর
টাকাকড়ি কে সাথে নিয়েছে বলো?

মাটি দিয়ে তৈরি মানুষ
একদিন মাটিতেই যাবে মিশে,
কেউ থাকবেনা চিরদিনের তরে
সব ছেড়ে যেতেই হবে পরমায়ু শেষে।
যেখান থেকে আসে মানুষ
সেখানেই তো ফিরে যায়,
সব রেখে শূন্য হাতে ফিরে গেলে
স্মৃতি গুলোও পরে রয় নশ্বর দুনিয়ায়।

শূন্যের উপর ভর করেই
আছে মানুষ এই নশ্বর জগতে,
খোদার রীতি-নীতি যেথায়
কেউ পারে না কিছু পাল্টাতে।