আমার সোনালী বিকেল গুলো
কেন এখন আর ফিরে আসে না!
বিকেলে মাঠে যাব বলে
কেন বন্ধুরা এসে আর ডাকে না?

আমার বিকেল গুলো চাপা গেছে
ফেলে আসা দূরের সোনালী শৈশবে,
এখনো বিকেল আসে,তবে নেই বন্ধুদের কোলাহল,
কেন জানি এখন বিকেল গুলো কেটে যায় নীরবে।

নেই এখন আর বন্ধুরা পাশে,
যাওয়া হয়না নিয়ম করে সবুজ গালিচার মাঠে।
হয়তো মাঝে মাঝে দেখা হয় বন্ধুদের সাথে
কোনো ব্যস্ত পথে কিংবা হাটে।

খেলা শেষে বন্ধুদের আড্ডায় বসা স্মৃতি
সূর্য ডুবা গোধূলির শেষ লগ্নে,
সন্ধ্যা হলেই মায়ের ভয়ে বাড়ি ফেরা বিকেলের কথা খুব করে পড়ছে আমার মনে।