স্বাধীনতা তুমি এসেছিলে বলে
স্বপ্ন দেখি আমি এদেশে,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
ঘুরছি ফিরছি মুক্ত বাতাসে।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
হাওয়ায় হাওয়ায় পতাকা উড়াই,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
মায়ের কোলে উৎফুল্ল মনে ঘুমাই।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
বাংলা আমার মাতৃভাষা,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
জাগে বহুকাল বাঁচার আশা !
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
মায়ের আর চোখের পানি ফেলতে হয়না,
একাত্তরে তোমায় ছিনিয়ে আনতে যারা
শহীদ হয়েছেন তাদের কখনও ভুলা যাবেনা।
যারা হয়েছিলেন গাজি রণাঙ্গনে
তারা থাকবে সর্বদা আমাদের সম্মানে,
একাত্তরের সম্ভ্রম হারা মা-বোনেরা
থাকবে জীবনকাল আমাদের মনে।