প্রেমিক! মধুর প্রেমের প্রেমিক,
শব্দটার সাথে আমরা কতইনা পরিচিত,
আসলে আমিও একজন প্রেমিক,
আমরা সবাই প্রেমিক, জীবনের প্রেমিক,
ছন্দের প্রেমিক, প্রকৃতির প্রেমিক।
আমি নিশ্চয়ই প্রকৃতির প্রেমিক,
আমার প্রেমের গভীরতা এসেছে সুযোগ পেলেই
প্রকৃতির নিকট ছুটে যাওয়া মন থেকে।
কেননা আমার ক্লান্ত মন-দেহ জেগে উঠে
প্রকৃতির প্রেম যখন ফুটে আমার চোখে।

আমি জীবনের প্রেমিক,
জীবনকে ভালোবেসেছি বলেই বাঁচার স্বপ্ন দেখি।
প্রেমহীন মানুষ আছে নাকি আধো?
যদি বল তোমার মনে প্রেম নেই!
বুঝে নিও তোমার জীবনের উপভোগ রহস্য মেকি।

যারা মনে প্রেম বিনিময় শুধু কোনো নর
কিংবা রমনীর তরে!
জেনেছে তারা প্রেমের ভুল ব্যাখ্যা।
প্রেমের নেই কোনো নির্দিষ্টতা,
প্রেমিকেরা জেনে নিও প্রেমের আখ্যা।

নির্জন রাতের চাঁদ-তারার দিকে মনযোগ দিও,
জোছনার রাতে সাগরের কাছে গিয়ে
ঢেউয়ের উত্তাল শব্দ কান পেতে শুনো।
দেখবে তোমার মন প্রেমে পড়ে গেছে,
যদি অনুভুতি না আসে, তাহলে তোমার জীবনে
অন্ধকার ধোঁয়াশায় মনের প্রেম নিবে গেছে।

আমি আমার সৃষ্টিকর্তার সৃষ্টির প্রেমিক,
তাহার নিখুঁত সৃষ্টির প্রতি যেন প্রচণ্ড প্রেম।
সৃষ্টিকর্তার ঐ প্রাচুর্যময় সবুজ উদ্ভিদ
কিংবা সৌন্দর্যের লীলাভূমির পাশে,
ইচ্ছে হয় স্তব্ধ হয়ে থাকি বসে।
প্রেমিকের প্রেমের সঙ্গ অনির্দিষ্ট
যা গনিতের ভাষায় ইনফিনিটি!
মানুষ জীবন প্রেমহীনা কোনো সুত্র নয়,
আমরা প্রেমিক, জানা অজানা প্রেমের পথেই হাটি।