কতশত পথিকের ভীড়ে হেটে যাই
ক্লান্ত দুপুরে রাস্তার রেলিং এ বসে কাটাই বেলা,
বাস্তব চিত্র দেখে দোলা মাখা জামাটা সঙ্গী করে
গন্তব্যে হেঁটে হেঁটে পেয়েছি শুধু অবহেলা।
ব্যস্ত শহরে বেড়ে উঠা পথিক
ফিরতে চায়না 'আবার আসিবো বলে' সেই পথে,
মন গহীনে ঘৃণা জমায় ক্রোধের যাতনায়
মধ্যেপথে জীবনের শিক্ষা নেয়া ভীষণ আঘাতে।
মানুষ নামক প্রাণীরা চষে বেড়ায়
স্বার্থপর-কপটতার অহংকার সঙ্গী করে,
এসব দেখে আর হতাশ হয়না ক্লান্ত পথিক
বাস্তবতায় সম্পর্কে অনুধাবন হয়েছে অনেক দূরে।
পথিকের গোলমালে ট্রাফিক নিয়মের সঙ্গী
নেই কেউ, সকলেই ঘোরা দৌড়ের ব্যস্ততায়,
তবুও পথিক নিয়ম করে বেঁচে থাকে
জীবনের অন্ধকার ঘুছাবে একদিন এই আশায়।
যে পথিকের অন্ধকার আর ঘুছানো হয় না
অতপর হতাশয় ছেড়ে যায় অশান্ত পৃথিবী,
এই সব উদাহরণ মিছে নয়! চোখ খোললেই
দেখা পাওয়া যায় অহরহ প্রতিচ্ছবি।