আমি সেদিনও অপেক্ষায় ছিলাম
তোমার কোমল ছোঁয়ায় ভালোবাসা পেতে,
ছেয়েছিলাম দুটি মনের আলিঙ্গনে
প্রেম সুধা পানে অদূরে হারিয়ে যেতে।
তুমি সেবারও আমায় অপেক্ষায় রেখে
মিছে আশা দেখিয়ে চলে গেলে অন্য পথে!
তবুও আমি অপেক্ষায় ছিলাম
তুমি আবার আসিবে আমায় চমকে দিয়ে,
কই এলে না তো? তবে কি আমার অপেক্ষা
কাটবে শুধু তোমার আসার পথ ছেয়ে?
বলেছিলে তুমি আসবে, আমি যেন মনের
দক্ষিণা দুয়ার খোলা রাখি তোমার জন্য,
সেবার তোমার বচনেই প্রকাশ হয়েছিল,
আমাকে পেলে তোমার জীবন হবে ধন্য।
বলেছিলে যতই বাঁধা আসুক না কেন,
আমাকে ফেলে তুমি কোথাও যাবেনা।
তিমিরে জোছনায় আলো হয়ে থাকবে বলেছিলে,
বৈশাখী হাওয়া শেষে জানাল তুমি নাকি আসবেনা!
তাহলে কি সেইসব বচন ছিলো মিছে?
নিষ্ফল স্বপনে কেন এসেছিলে আমার কাছে?