নিঝুম রাতে আকাশ পানে চেয়ে
চাঁদের মায়াবী প্রহর ঘুনে অন্যমনা ক্ষনে,
তারাদের মিলনমেয়ায় আমার মন ভাগ বসায়
অজানা এক প্রেয়সীয় মনে।
সে যেন বসে আছে আমার পাশে
সেজেছে নতুন বধূর সাঝে,
দুজনের মনের কথোপকথনে
জোছনার প্রেম এসেছে দুজনের মাঝে।
চাঁদ বুঝি নেমে আসে দুজনের কাছে
আলতো ছোঁয়া দিয়ে যাবে বলে,
একটুকরো চাঁদের আলো বেধে রাখিবো
রমনীর নীল শাড়ির আচলে!

আকাশে মেঘ নেই; আছে চাঁদ জোছনায়
তারাদের জোড়া; প্রেমের আলপনা,
সে যে বসে আছে আমার পাশে
সত্যি নয়! ছিল মনে আসা কল্পনা।
কল্পনা জন্ম দিয়েছে
নিঝুম রাতে প্রেয়সীর কাছে আসার রূপকথা,
কল্পনা-জল্পনা শেষের আখ্যান
ইন্দিয়গ্রাহ্য হবে একদিন ভাবনার কবিতা।