কত স্বপ্ন এই পথে চেয়ে রয়
রঙিন চশমার আলোয়,
কত স্বপ্ন মুছে যায়
আলোহীন পথের দ্বারায়।

স্বপ্ন বুনা পথিক আমি
স্বপ্ন জাগে কত অজ্ঞাত,
অন্তিমে হারিয়ে যায়
স্বপ্ন দেখা মধ্যবিত্ত।

স্বপ্ন যদিও আসে আমার দুয়ারে
কেন চলে যায় আশা দেখিয়ে !
আমি আর তাই স্বপ্ন দেখি না
স্বপ্নগুলো জানাই রাতের তারারে।

স্বপ্নের বোবা কান্না দেখে তারারা,
মিটিমিটি আমায় বলে, তুমিও তাহা!
মিছিলের ভীড়ে হারিয়ে যায় যারা।