কেন জানি মনে হয় এখানে আমার
শৈশবের আবেশ খানি খোঁজে পাচ্ছি না,
স্মৃতির টানে যখন আসি কেন জানি
আমাদের সেই সোনালী গ্রামটাকে দেখিনা।
কংক্রিটের দেয়ালে চেয়ে আছে আবাস
তাই সেই সবুজের মায়া আর নেই,
হয়তবা আজ মানুষের মন গুলোও
হয়ে যাচ্ছে দেয়াল কিংবা কংক্রিটের মত।
এখানে আজ সোনালী ফসল ফলে না,
হয় না সবুজের মাঠে ভিন্ন ফসলের চাষ,
বিলীন হচ্ছে তাই ফুল পাখিদের বসবাস।
মুক্ত হাওয়ায় শীতল করা মন,
নদী নালা ডোবায় ঘেরা গ্রাম,
পরিনত হয়েছে আজ ব্যস্ত নগরে,
ক্লান্তির গ্লানি কি টানে রাতের প্রতি প্রহরে?
আমি সেখানেই ফিরে যেতে চাই,
যেখানে কৃত্রিম প্রযত্ন, যন্ত্রণার বিরূপ শব্দ নাই।
যেতায় পাওয়া যায় প্রকৃতির মায়াবী আবেশ,
ঢেলে দেওয়া অমায়িক গ্রামের অপরূপ বেশ।