এক ফালি খাঁচা রৌদ্রের মায়ায়,
ভোরের ফুটন্ত লাল শাপলায় চোখ রেখে,
হাওর প্রেমের মুগ্ধতায় চেয়ে থেকে।
লাল শাপলার সাদৃশ্য জলকন্যার অপেক্ষায়।
হাওর প্রেমে তোমার স্মরণে মুগ্ধ হই,
দিব্যি যখন হাওর পাড়ে বসে রই।
সদ্য ফুটা লাল শাপলার বেলায়,
তোমার খোঁজে ভোরের খাঁচা রৌদ্রের মায়ায়।
লাল শাপলার অপরূপ আবেশে,
ভোরের হিমেল বাতাসে,
ফুটন্ত লাল শাপলার ছড়ানো কেশ
যেন তোমার এক ফালি হাসি,
তোমার মায়ার আবেশের খোঁজে
তাই ভোরের লাল শাপলায় ফিরে আসি।