বৈশাখ মানে শুধু পান্তা ভাতে ইলিশ নয়,
আমার কাছে বৈশাখ মানে কৃষকের
সোনার ধান ঘরে তোলা,
বৈশাখ মানে কাস্তে হাতে কৃষকের
হওরে ছুটে চলা।
বৈশাখ মানে কিষানীর ব্যস্ত সময়ে
মাঠে ধান শুকানো, হাতে ডালা-কুলা।

আমার কাছে বৈশাখের প্রাণ,
কৃষকের হাসিমাখা গোলাভরা ধান,
রমনার বটমূলে সঙ্গীতে নয়,
আমার বৈশাখ হাওরের ফসলে,
আমি যে হাওর পাড়ের কৃষকের সন্তান।

বৈশাখ মানে হাওরে মাঠে
কিষান-কিষানীর ব্যস্ত ছুটাছুটি,
এই এলো ঝড়-বৃষ্টি,
ফসলের দিকে সকলের দৃষ্টি।

বৈশাখ মানে প্রকৃতির ভয়ংকর সাঝে
বজ্রপাতের বিকট শব্দে রাতের ঘুম ভাঙা,
কৃষকের সোনার ফসল যখন উঠে ঘরে
বৈশাখের আনন্দ উৎসবে মন তখন হয় চাঙা।