কবিতার ছন্দ যখন প্রেমিকার মন অপহরণ করে,
প্রেয়সী যখন প্রেমের ঘ্রাণ খোঁজে প্রেমিকের নীড়ে,
সেই প্রেমিক-প্রেমিকার তখন বসে না ঘরে মন,
প্রকাশ পায় তখন; কবিতার প্রেমময় যৌবন।
কবির লেখা কবিতায় যখন বাস্তবতা ফোটায়,
ঘুম ভাঙে যখন বাস্তবতার চরম হতাশায়,
জাগ্রত হয় জন সাধারণ; ঘরে তোলে আন্দোলন,
সেই আন্দোলনের শক্তি কবিতার বিপ্লবী যৌবন।
কবিতার জন্মদাতা কবি,
যেমন প্রেমিক তেমনি হতে হয় বিপ্লবী,
ফুটিয়ে তোলেন তার কবিতার ছন্দে ছন্দে
মুখোশে চাপা পড়া রাষ্ট্র-সমাজের প্রতিচ্ছবি।
কবিতার বিদ্রোহী ভাব, বিপ্লবী স্বভাব,
কবিতার যৌবন, কবিতার প্রাণ।
রণক্ষেত্রের মাঠ জাগিয়ে দেয়া কবিতার
শক্তিশালী সেই ছন্দ যেন চির অম্লান।
কবিতার অনুভবে প্রকাশ প্রেম-প্রীতি কিংবা
বিপ্লবী রণবীরের সাহসী অগ্রসর রণ প্রান্তে,
কবিতার জ্বালাময় যৌবনে বীরের অগ্রসরে
প্রেমিকের ভালোবাসা জয়ী হয় দিক দিগন্তে।