যৌবনের উদীপ্ত তরুণ-তরুণীর দল,
মানেনা কোনো বাধা, পায়না কোনো ভয়,
রক্তে তাদের আগুন জ্বলে,
আন্দোলনের সাহসীকতা, আছে দৃঢ় প্রত্যয়।
রক্ত দিবে, প্রাণ দিবে,
আপোষহীন মনোবলে যুদ্ধে যাবে,
গেলে যাক সতেজ প্রাণ,
বাঁচাতে হবে তবু দেশের মান।
স্লোগান বুকে নেই ভয় যাদের,
সামনে এগিয়ে চলে যায় দৃঢ়তায়,
এরাই তো বায়ান্নর যোগ্য অনুসারী,
কার সাহস আছে তাদের হারায়?
মনে শক্তি আছে যাদের, যৌবন এখন তাদের,
তারুণ্যর যুদ্ধের বিজয় পরিক্ষিত বারবার,
যৌবনের গর্জন, তারুণ্যর তর্জনী দেখে,
ভয়ে চুরমার হয়ে যায় সকল সৈরাচার।