তোমায় দেখলে মন মাঝে করে টলমল,
তুমি আমার চোখে দেখা পদ্ম পাতার জল।
তোমার রূপে মাতোয়ারা মন আমার মশগুল,
দূরের আকাশে সেঝে আছে যেন মেঘফুল।
তোমায় দেখি আমি সদ্য ফুটা ফুলের মতোন,
ভোরের তপন ঠিক যেমনি দিয়ে যায় কিরণ।
শীতল করা চোখের কাজল কালো মেয়ে,
মন যে বসে আছে তোমার দিকে চেয়ে।
তোমায় দেখি জোছনা রাতের চাঁদের মতোন,
ঝলমলে আকাশে - জলে জোছনার মিলন।
তুমি যেন চন্দ্রগ্রহণে জলে ভাসা জলপরী,
রূপের ঝিলিকে টালমাটাল আমার খেয়া তরী!