সে তার খোদার কাছে আমারে চাইতো
আর আমি চাইতাম সমাজতন্ত্র
সে চাইতো মাত্র একলা একটা মানুষ
আমি চাইতাম পৃথিবীর সব মানুষের ফিরুক হুশ।
সে চাইতো আমার শান্তি
আর আমি চাই সকল মানুষের মুক্তি,
দুজনের চাওয়ায় বিশালে ফারাকে
প্রকৃতি মানবে বলো কার যুক্তি?
যে মানুষ বিশাল কিছুর দিকে চেয়ে থাকে
তার জীবনে এরকম ছোটখাট
অনেক চাওয়া-পাওয়া আড়ালেই থেকে যায়,
হারিয়ে গেলেও কোনো দুঃখ থাকে না।
চাওয়া, না পাওয়া গুলোও
হয়ত একদিন পেয়ে যেতে পারি
তবুও তার আগে চাই সমাজতন্ত্র,
যেখানে পৃথিবী হবে সকল মানুষের
মানুষে মানুষে থাকবেনা কোনো শ্রেণি
অশুভ শক্তির পতনে, সুন্দর পৃথিবীই যার মূলমন্ত্র।