হাসনা হেনা ফুলের ঘ্রাণ
আমার বসত ঘরের চারপাশে,
ঘ্রাণে আমার মন বাহির করে
সন্ধ্যা তারায় ফুলের সুভাষে।
তার জাদুমাখা ঘ্রাণ
জুড়ায় আমার মন-প্রাণ,
তার ঘ্রাণে যেন খোঁজে পাই
ফুলের নেশায় ভালোবাসার টান!
ফুলের ভালোবাসায় সিক্ত যখন আমি
ফুলের সুভাষে মন হারিয়ে যাওয়া,
বাড়ির এপাশ ওপাশ চারপাশে মুগ্ধতা ছড়ায়
হাসনা হেনার ভালোবাসাময় ঘ্রাণে স্নীগ্ধ হাওয়া।
শত ব্যস্ততা রেখে, ভালোবাসার ছোঁয়া পেতে
হাসনা হেনার ঘ্রাণে ফিরে আসি,
তাহার সুভাষচন্দ্রে খোঁজে পাই আত্মিক মায়া
তাই হাসনা হেনাকে ভালোবাসি।