বাহিরে রিমঝিম বৃষ্টি,
আর রঙিন কাচের জানালার পাশে
বসে এক কাপ "চা" হাতে।
সে যে এক অজানা অনুভূতি ,
নিঃসঙ্গতা কাটানোর মতো আর কি হতে পারে!
চা"য়ের চুমুকে চুমুকে হারিয়ে যাওয়া
রূপকথা'র রাজ্যে।
সে যে এক অসম্ভব ভালো লাগা হৃদয়ের মননে,
অজানা অনুভূতির খননে।
হারিয়ে যাওয়া ক্ষনিকের রঙিন জগতে!
চায়ের কাপে চুমুকে চুমুকে পুরোনো স্মৃতি গুলো মনে করা, একটা চুমুক কিছুটা সময় বিরতি।
বৃষ্টির সাথে অলিঙনের ভাবনা!
হটাৎ করে বৃষ্টি থেমে গেলে,
বৃষ্টি আবারও এসো
আমার এক কাপ চায়ের চুমুকে চুমুকে।