তাহার রুপ দেখেছি আমি যতবার,
রুপসী বাংলার প্রেমে পড়েছি ততবার।
এই রুপসী বাংলা আমার ভালোবাসা,
এই মাটি দিয়েছে আমায় বেঁচে থাকার আশা।
বাংলার মায়া যে ভুলতে পারিনা,
মুসাফির আমি যেখানেই যত দূরে যাই,
এই বাংলায় মমতার ডাক শুনতে পাই।
সোনার বাংলায় হয়তো স্বর্ণ ফলে না,
সোনালী মাঠের সোনার ফসল যখন চেয়ে রয়,
মনে রেখ এগুলো স্বর্ণের চেয়ে কম কিছু নয়।
এই বাংলায় শিখেছি আমি প্রেমের উপসংহার,
বাংলার মধুমাখা ভাষা আমার উত্তম উপহার।
সার্থক হয়েছে ক্ষুদ্র জনম আমার,
যখন বলি সন্তান আমি এই বাংলার।
এই বাংলা কখনও ভুলতে পারিনা,
এই বাংলা যে আমার ভালোবাসা, আমার মা,
এখানেই খোঁজে পাই বাবার আদরের ছোঁয়া,
বল কি করে ভুলি এই বাংলার মায়া?