আমি একাত্তরের যুদ্ধ দেখিনি,
দেখেছি রণাঙ্গনের বীরদের।
শুনেছি তাদের মুখে
নির্মম, নির্যাতন'র কথা পাকিস্তানের।
শুনেছি বাঙ্গালী বীরদের সাহসের কথা
আজকের বাংলাদেশ তাদের আত্মত্যাগে,
যারা জীবন দিয়েছেন তাদের অবদান
প্রজন্মদের জানতে হবে ইতিহাসে থেকে।
তারা লড়েছিলো বলেইতো
আমি আজ স্বপ্ন দেখি বাংলাদেশে,
তারা যেন বেঁচে থাকে
দেশের প্রতি আমাদের দেশপ্রেমে।
আমি একাত্তরের যুদ্ধ দেখিনি,
শুনেছি শহীদ জননীর আত্মত্যাগের কথা।
স্বাধীনতা ভুলিয়ে দিতে পেরেছে
সম্ভ্রম হারা মা বোনের মনের সব ব্যথা।