যদি বলা হয় তুমি নিজেকে ভুলে যাও?
হয়তো আমি ভুলে যেতে পারব!
কিন্তু মায়ের কাছে শেখা বাংলা ভাষা,
আমি কোনো দিন ভুলতে পরব না।
একটা মানসিক রুগী পাগল হয়ে
রাস্তায় রাস্তায় যখন ঘুরে,
জীবনে ফেলে আসা সবকিছু ভুলে যায়,
তবে বাংলা ভাষা কিন্তু ভুলে যায় না।
একা একা ঠিকই পাগলটা বাংলা ভাষায়
ঠিকই নানা কথা বলে ঘুরে বেরায়।

বাংলা ভাষায় আমি প্রেমের কবিতা লেখি,
প্রকাশ করি মনের ভাব,
কেননা আমরা যে জন্মগত বাঙালি।
মা কি মধুর ডাক, বাবা ডাকে অন্তর জুড়াইয়া যায়,
বলনা মা এই ভাষা আমি কি করে ভুলি।

যে ভাষার জন্য জীবন দিতে দিধা করেনাই
বায়ান্নর টগবগে তরুণ ভাষা শহীদেরা,
বাংলা যে আমার মায়ের দ্বিতীয় ছায়া
বাংলার বাংলা ভাষা কি করে ভুলি আমরা?

আমার বাঙ্গালী, ভাষার প্রতি আবেগপূর্ণ জনতা,
পরিক্ষিত আমারাই দিতে জানি মায়ের ভাষার মমতা।