আমি এই মৃত্তিকারই সন্তান,
এ মাটির ধুলি কনা শরীরে বহমান।
জোছনাস্নাত হাওরের কোলে বেড়ে উঠা
সুরমা-কুশিয়ারা আমার দেহের প্রাণ।
আমার মৃত্তিকার দিক দিক সুনাম
জন্ম নেওয়া প্রদিপ-প্রতিভার নাম,
যাহার প্রাণ, হাওরের ঐ ধান
হ্যাঁ আমি এই মৃত্তিকারই সন্তান।
হিমালয় ঘেঁষা জোছনার শহর,
সুনামগঞ্জ আমার প্রাণের ভ্রমর।
এই মৃত্তিকা আমায় লালন করেছে
দিয়েছে অনুপ্ররেণার আলো,
জীবনের চাহিদায় যাই যতই দূরে
এই মৃত্তিকাই আমার সবচেয়ে ভালো।
এই মৃত্তিকার কাছে আমি চির ঋণি,
কৃতজ্ঞতা তাহার কাছে
এই মৃত্তিকায় আমায় পাঠিয়েছেন যিনি।