রাতের সব তারারা জানে
দুজনের মনের খোঁজ খবর,
অন্তরের জমে থাকা প্রেম
দুজনের কতটুকু হয়েছে উর্বর।
দুটি মন এক হয় অজান্তেই কোনো ক্ষনে
দুটি দেহ যেন তার কিছুই জানেনা,
প্রেম তো সুন্দর মনের সঙ্গোপনে
অজান্তেই মনে জাগে কত কল্পনা।
চিত্রপটে তীর্থ প্রেমের সন্ধি
ভালোবাসার সুভাষ ছড়ায় নিরবধি,
মন গহীনে অকপটে জানাননি
দুটি মনের অজ্ঞানত প্রণয় অবধি।
শেষে যদি হয় দুজনের বহিঃপ্রকাশ
রচিত হয় তীর্থ প্রেমের ইতিহাস,
দুজনে হয় যখন একই পথের যাত্রী
হংসমিথুন হয়ে যায় জীবনের চারপাশ।