পারলে এভাবে এসো
- মনসা দে
পারলে এভাবে রেখো না আমায়!
রাতে পরিষ্কার আকাশে যেমন নক্ষত্র আসে ৷
ঠিক তেমন ভাবে এসে একবার দেখে যেও আমায় ৷
পারলে সাথে করে নিয়ে এসো
তোমার সহস্র আকাঙ্ক্ষিত আমার ভেঙ্গে ফেলা মন ৷
এমনভাবে এসে দাঁড়াও ,এসে দাঁড়াও যেমন কোন দিকভ্রষ্ট নাবিকের দেখা একতরফা নীল তটের মত ৷ বৃষ্টিতে পিপাসিত চাতকের মত ,ভ্যাপসা গরম একতর শীতল বাতাসের মতো আর ,আর মরে যাওয়া জমি যেভাবে জলে ভিজে গেলে চারাগাছগুলো যেভাবে দিগ্বিদিক শূন্য হয়ে কত কি যে বলে ঠিক, ঠিক এইভাবে এসো, এসো এভাবেই যেমন না বলেই না চেয়েও হঠাৎ করে চলে আসে মৃত্যু ৷ ঠিক তোমাকেও চাইছি আমি মৃত্যুর মতো....৷