আজ সবি একা মনে হয় ৷
ধুঁ ধুঁ রেখা সারি ময় ৷
জীবন যেন লুডুর ছ'য় ৷
কখনো হার কখনো জয় ৷
চারিদিকে লয়ছয় ৷
আত্মা যেন ছিন্নময় ৷
মৃত শরীর উঠলে নয় ৷
ভূত যেন পাশে রয় ৷
আর্তনাথে চিৎকার নয় ৷
কালো মুহূর্তে সূর্য উদিত হয় ৷
পৃষ্ঠ পোষণে শোষিত নয় ৷
মৃত্যুর আগেও মাথা যেন উদিত হয় ৷
রাক্ষস তবু তাকাই রয় ৷
আজ মাথা খাবে কয় ৷
দাঁড়িয়ে থেকে আর ভয় নয় ৷
গর্জে এবার উঠিতে হয় ৷
অত্যাচারীদের অত্যাচারে কয় ৷
অস্ত্র এবার তুলিতে হয় ৷
শুধু গর্জে হুংকারে লাভ নয় ৷
অত্যাচারীদের কাটা মাথা হাতে তে লয় ৷
গর্জে এবার হুংকারে বলি উঠিতে হয় ৷
আমার ভারত মাতারে কে কয় যে বলে ছিনিয়া লয় ৷