হারিয়ে গেছে অনেক কিছু,
সকাল থেকে রাত ৷
হারিয়ে গেছে পাশাপাশি,
আঁকড়ে ধরা হাত ৷
হারিয়ে গেছে প্রথম প্রেমের,
টুকরো হওয়া মন ৷
চলতে চলতে হারিয়ে গেছে,
বন্ধু কতজন ৷
হারিয়ে গেছে ছোট্ট বেলার,
কিছু কিছু স্মৃতি ৷
হারিয়ে গেছে সেই দিনেরই,
কিছু কিছু রীতি ৷
হারিয়ে গেছে সেই দিনেরই,
হয়তো কিছু কথা ৷
হারিয়ে গেছে সেই ক্ষণেরি,
হয়তো অল্প ব্যথা ৷
হারিয়ে গেছে আজ,
সব নীরবতা ৷
দাঁড়িয়ে আছি আজো আমি,
নীলাঞ্জনা একাই হেথা ৷