অন্ন সবাই চাই,
কিন্তু কেউ চাষ করতে চাইনা ৷
জল সবাই চাই,
কিন্তু কেউ জল বাঁচাতে চাই না ৷
দুধ সবাই চাই,
কিন্তু কেউ গরু পুস্তে চাই না ৷
ছায়া সবাই চাই,
কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চাই না ৷
ঘরে সবারই বউ চাই,
কিন্তু কন্যা সন্তান চাই না ৷
ভালোবাসা নিতে সবাই চাই,
কিন্তু ভালোবাসা দিতে কেউ চাই না ৷
সম্মান নিতে সবাই চাই,
কিন্তু সম্মান দিতে কেউ চাই না ৷
দুঃখ দিতে সবাই চাই,
কিন্তু সুখ দিতে কেউ চাই না ৷
নীলা পাথর সবাই চাই,
কিন্তু নীলা পাথর কাউকে চাই না ৷
রাজশী কে আমি চাই,
কিন্তু রাজশী কি আমায় চাই ?
তা আমি আজও জানি না ৷৷