বলতে পারিস,
আর কত পথ পেরোলে পৌঁছানো যায়
তোর মন মন্দিরে দরজায় ?
বলতে পারিস,
আর কত নোনা জল ও আর কত কান্নায়
তোর পাষাণ হৃদয় গলানো যাবে?
বলতে পারিস,
আর কতদিন আর কত পথ চাওয়ার পরে
পড়া যায় তোর ওই চোখের সুনজরে?
বলতে পারিস,
আর কতো সইতে হয় তোর অবহেলা ঝড়
পেতে গেলে তোর ওই অন্তর?
আজ কেন জানি মনে শুধুই জাগে ভয়
হয়ে যাবে কি?
অবহেলার কাছে ভালোবাসার পরাজয় !!