আকাশে ধূসর কালো ধোঁয়ার কুন্ডলী
চারিদিকে উন্মত্ত হায়েনার ছোবল
মানব বসতি জ্বলে পুড়ে ছারখার,
শূণ্যে ডানা ঝাঁপটায় ক্ষুধিত শকুনের দল ।
নদীর ঘোলা জল রক্তাক্ত
উত্তাল সাগরের নোনা জলে ভাসে
বুলেটবিদ্ধ থেতলানো সারি সারি লাশ,
বাতাসে বারুদ আর পচা লাশের গন্ধ !
শোষকের ধাবমান লালিত লাঠিয়াল বাহিনীর কবল থেকে
কোন ভাবে বেঁচে থাকা মানুষের নহর
নগ্ন পায়ে ছেঁড়া কাপড়ে প্রাণপণে ছুটছে
পাহাড়-নদী-সাগর পেরিয়ে
জিরো লাইনের দিকে ।