ভালবাসি ভালবাসি
ভালবাসা আহা-রে
এতো ভালোবাসাবাসি
ছোঁয় নারে তাহারে
জানি তার হৃদ কোণে
ভাসে আমার ছবি
মেঘহীন নীলিমায়
জ্বলে থাকা রবি
কতো ভালোবাসাবাসি
বলি আমি কাহারে ।।
অনুরাগে অভিমানে
থাকে সেতো আড়ালে
অনুভবে যাই ছুঁয়ে
দূরে কোথা হারালে
নীল ব্যথা বুকে ধরে
থাকে যেনো পাহাড়ে ।।
কত ভালোবাসি আমি
জানো নাতো আমারে
ফিরে এলে শতবার
পাই যেনো তোমারে
ভালবাসি ভালবাসি
ভালবাসা আহা-রে
এত ভালোবাসাবাসি
ছোঁয় নারে তাহারে ।।