উত্তরী বাঁও কোথা চলে যাও
কোথায় তোমার বাড়ি,
হিম হিম শীতে পাখিদের গীতে
মুখরিত চারধারি ।
তটিনির কূলে কাশবন দুলে
শিশির ঝরেছে ঘাসে,
রোদে ঝিকিমিকি জ্বলে ধিকিধিকি
তারাদল যেন ভাসে ।
কুহেলিকা নামে আসে ধরাধামে
যেন মেঘদের আড়ি,
চারিপাশ ঢাকে দেয়ালিকা আঁকে
তরুবীথি গেল হারি !
শিশু পাতা দল গায়ে ভরা জল
কুয়াশায় ভিজে নায়,
দিবাকর আজি নববধূ সাজি
মিটিমিটি দেখো চায় !
18 November 2018