ওরে আমার উড়াল পঙ্খী সুতো কাটা ঘুড়ি,
নাটাই ফেলে সূতো ছিড়ে কোথায় গেছিস উড়ি ।
কোন বা দেশে থাকিসরে তুই ঠিকানাটা দিস্
নাইরে জানা তোর ঠিকানা সংগী করে নিস ।।
তোর লাগিয়া দিবানিশি ভিজে দুটি আঁখি,
খোঁজে নিতাম তোকে আমি হতাম যদি পাখি ।
নাইরে আমার পাখির ডানা কেমন করে যাই
অন্তর্জ্বালায় পুড়ে মরি কোথায় তোরে পাই ।।
পাড়া-পড়শি-বন্ধু-স্বজন ডেকে আমায় বলে
তুই নাকি সাত আকাশে কবেই গেছিস চলে ।
সারারাত জেগে নাকি আমায় দেখে রাখিস
তোকে ছাড়া কেমন আছি একবার দেখতে আসিস ।।
কত ভাবি তারার মত থাকবো পাশাপাশি,
হাত বাড়ালেই যেতে পারি তোর কাছাকাছি ।।
(আমার একমাত্র পুত্র সন্তানকে হারানোর অনুভূতি)