তুমি এসো ফিরে এসো
যখনই মনে পড়ে আমায়
পূর্ণিমা চাঁদ যবে জোছনা ঝরায় ।।
বাসন্তিকা শাড়ি পরে
জোছনা ভেজা পথটি ধরে
জোনাকি দল যেথা উড়ে দূর গাঁয়
তুমি এসো ফিরে এসো
পূর্ণিমা চাঁদ যবে জোছনা ঝরায় ।।
কপালের লাল টিপ থাকে যেমন
অধরে গোলাপ কলি ঝরে তেমন
দেবীকা রূপে এসো রাঙা দুটি পায়
তুমি এসো ফিরে এসো
পূর্ণিমা চাঁদ যবে জোছনা ঝরায় ।।
জোছনা ধোয়া সাঁঝের বেলা
যে পথে আলোছায়া করে খেলা
বাঁধ ভেঙে এসো চলে আমার ধরায়
তুমি এসো ফিরে এসো
পূর্ণিমা চাঁদ যবে জোছনা ঝরায় ।।