তোমার কাছে চাওয়ার ছিলনা তেমন কিছুই !
তোমাকে খুব কাছে থেকে দেখবো বলে
হৃদয় রাজ্যে তোলপাড় শুরু হয়েছিল,
গহনে অপেক্ষার প্রদীপ জ্বলছিল নিরন্তর ।
অবশেষে অনন্ত অপেক্ষার অবসান হলো
তোমাকে দেখার পরে ।
তোমায় দেখে মনে পরে একটি দিনের কথা ।
একবাব মুক্ত ডানার বুনো রাজহংস যুগলের মত
তুমি হারাতে চেয়েছিলে দূরে কোথাও ।
তোমাতে সায় দেইনি বলে
অভিমানে বিবর্ণ মুখটা ফিরিয়ে নিলে ।
জানি, তোমার পুষে রাখা স্বপ্ন সত্যি হয়নি,
হৃদয় জমিনের অঙ্কুরিত চারাগাছটি
আর বেড়ে ওঠেনি,
আজো তাই আমাকে শুধু ঘৃনাই করো ।