এই আমি আজও তোমার
সেই আমি আছি,
আজও তোমাকে হৃদয় সরোবরে
লালন করে বাঁচি,
অহর্নিশি ।
তোমায় ভেবে অসীম শূন্যতা...
বিরহ বেদনায় বিবর্ণ হওয়া,
নিশাচর মনে একলা জেগে থাকা,
সংগোপনে নোনা জলের ধারা,
পাঁজরের তোলপাড় দেখোনি তুমি ।
আজও বুকের জমিনে অনূভব করি
মর্মে মর্মে তোমার সরব পায়চারি ।
শুধু দেখা নেই তোমার মুখচ্ছবি
উদাস চোখের ভাষায় নেই কোন হাতছানি,
অদেখা দেয়ালে বন্দিনী তুমি ।
এই আমি তবু আমরণ তোমার...
সেই তোমারই আছি ।