যদি রাতের তারার বেশে
তোমার পাশে পাশে
আলো জ্বেলে যাই...
যদি মেঘের মত করে
ডানা মেলে উড়ে উড়ে        
তোমায় ছুঁয়ে ছুঁয়ে যাই...
তুমি আগের মত করে আমার নাম ধরে
তোমার পাশে আমায় ডাকবেতো  ।।

যদি সাগরের নীল জলে
সারা জনম কোলাহলে
তোমার মাঝে মিশে যেতে চাই...        
যদি নীল কমল দলে
ঢেউয়ের দোলায় দোলে
তোমার মাঝে হারাতে চাই...
তুমি আগের মত করে চির আপন করে
তোমার আঁচলে আমায় বাঁধবেতো ।।    
              
যদি ভোরের শিশির হয়ে
তোমার মাঝে পরি ক্ষয়ে              
তোমাতে একাকার হয়ে যাই...
যদি ভোমরের মত করে
গুনগুন গুন সুরে
তোমার ঘুম ভাঙ্গিয়ে দিয়ে যাই...
তুমি আগের মত করে হৃদয়ের বাহুডোরে
আবারো আমায় রাখবেতো ।।  

যদি বরষার ধারা হয়ে
তোমার পরে যাই নূয়ে
আবারো তোমাকে ভেজাতে চাই...
যদি হৃদয় নদীর মত
স্রোতধারা শত শত
তোমার বুকে বয়ে যেতে চাই...
তুমি আবারো তেমন করে হৃদয় গহবরে
তোমার মাঝে বহিবার দিবেতো ।।