রুপালি জোছনার প্লাবনে ভেসে
জোনাক জ্বলা সাঁঝের বেলা,
প্রথম বসন্তের কোন প্রহরে
ভালবেসে তোমায় যেমনটা রেখেছিলেম
হৃদয়ের চিলে কোঠায়,
আজো তেমনি চিরভাস্বর দেবীর আসনে তুমি ।
নিঝুম নিরালায় আনমনে বসে
আজো শুনতে পাই তোমার চরণধ্বনি ।
যেন চুপি চুপি কাছে এসে
আ্লতো করে ছুয়ে অবাক করে দিবে আমায় ।
অসহায় পৃথিবী আমার এতদিনে বদলে গেছে অনেকখানি !
যা কিছু চেয়েছিলেম
হারিয়ে ফেলেছি তার চেয়ে বেশি !
তবু এতটুকু আ্চড় লাগেনি দেবীর আসনে ।
সেই ফেলে আ্সা স্মৃতিকণা ঘিরে
আজো আপ্লুত হই ।
তুমিহীনা জীবনের ডায়েরী থেকে
খসে পড়া একেকটি পালকের মত
হারিয়ে গেছে তিরিশিটি বছর ।
আজো হৃদয়ের সবকটা দুয়ার মেলে
তোমার অপেক্ষায় রই...
এই অপেক্ষা অনন্তকালের ।