তোমার চোখে রাখব নাকো
আমার দুটি চোখ
যাক না হৃদয় ভেঙ্গেচুরে
করুক যতই শোক
অমন করে আর দিও না
পলক দুটি চোখে
বেয়াড়া মনে উদাস হবে
অলস পলক দেখে
কমল ঠোটে আর দিও না
অর্ধ চন্দ্র হাসি
বলব নাকো মেয়ে তোমায়
ভীষণ ভালবাসি ।।
ওই কপালে টিপ দিও না
রক্ত জবা লাল
দেখার পরে মন হারাবো
বেজায় বেসামাল
উতল হাওয়ায় ছেড়ো নাকো
তোমার কাজল কেশ
দেখলে তোমায় রাধা লাগে
অস্থির লাগে বেশ
লাল শাড়িতে আর এসো না
চেনা পথের বাঁকে
তোমায় দেখে বুক পাঁজরে
রঙিন ছবি আঁকে ।।